চট্টগ্রাম: নগরীর হালিশহরের ফইল্লাতলী, কলেজ রোড, উত্তর সরাইপাড়া লোহার পুল, সগির চৌধুরী পাড়াসহ বিভিন্ন এলাকায় ঝড়ো হাওয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এসব এলাকায় ছোট ছোট ঘর ভাঙার পাশাপাশি বিভিন্ন ভবনের জানালার কাঁচও ভেঙে গেছে। উপড়ে পড়েছে বেশ কয়েক স্থানের বিদ্যুতের খুঁটি।
ফইল্লাতলী বাজার এলাকায় দেয়ালধসে মোহাম্মদ হানিফ (৪৫) নামে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
উত্তর হালিশহর ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবুল হাশেম জানান, ভোরে ফইল্লাতলী বাজার এলাকায় দেয়ালধসে হানিফ নামে একজন মারা গেছেন। এ ঘটনায় তার স্ত্রীও আহত হয়েছেন। একই এলাকায় ভাড়া বাসায় থাকতো হানিফ। তার গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলায়। নিহত ব্যক্তির জানাজা পড়ে মরদেহ গ্রামের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে।