চট্টগ্রাম: নিম্নচাপের প্রভাবে রোববার বিকাল থেকে চট্টগ্রামে শুরু হয় বৃষ্টিপাত। সোমবার রাত থেকে বৃষ্টির পরিমাণ আরও বেড়ে যায়। এতে করে সোমবার সকাল থেকে যেসব এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছিল সেসব এলাকা থেকে পানি নামার সুযোগ পায়নি। সঙ্গে মঙ্গলবার সকাল থেকে শুরু হওয়া জোয়ার যোগ হওয়ায় জলাবদ্ধতা প্রকট আকার ধারণ করে।
মঙ্গলবার দুপুর থেকে বৃষ্টি থামলেও হাসপাতাল, বাসাবাড়ি, দোকানপাট, সড়ক- সব পানিতে থই থই। কোথাও হাঁটু, আবার কোথাও কোমরসমান পানি।
জলাবদ্ধতার কারণে মা ও শিশু জেনারেল হাসপাতালের রোগী ও তাদের স্বজনদের দুর্ভোগ চরমে পৌছেছে। সোমবার সকালে পানি ঢোকে এ হাসপাতালে। টানা বৃষ্টির কারণে মঙ্গলবারও পানি ছিল এই হাসপাতালের নিচ তলায়।
এছাড়াও মঙ্গলবার আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকা, এক্সেস রোড, কমার্স কলেজ রোড, চান্দগাঁও, ষোলশহর, হালিশহর, মুরাদপুর, ছোটপুল, বহদ্দারহাট, চকবাজার, খাতুনগঞ্জ, চাক্তাইসহ বিভিন্ন স্থানে হাঁটু থেকে কোমরসমান পানি ছিল। সড়ক, দোকানপাট, বাসাবাড়িতে পানির কারণে ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। চাক্তাই ও খাতুনগঞ্জ বাজারের বেশির ভাগ নিচু দোকানে পানি ঢুকেছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশংকা করা হচ্ছে।
পতেঙ্গা আবহাওয়া দপ্তরের কর্তব্যরত আবহাওয়াবিদ বিজন রায় জানিয়েছেন, নিম্নচাপজনিত ৩ নম্বর সতর্কসংকেত তুলে নেওয়া হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির পূর্বাভাস রয়েছে।