মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১

পাহাড় ধসে রাঙ্গুনিয়ায় ২১ জনের মৃত্যু

প্রকাশিতঃ ১৩ জুন ২০১৭ | ৫:১৩ অপরাহ্ন

চট্টগ্রাম: রাঙ্গুনিয়া উপজেলায় পাহাড় ধসের দুটি ঘটনা ঘটেছে। এ ঘটনায় ২১ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও ৬ জন।

রাঙ্গুনিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন বলেন, রাজানগর ও ইসলামপুর ইউনিয়নে পাহাড় ধসের ঘটনায় ২১ জনের মৃত্যু হয়েছে। আরও ৬ জন নিখোঁজ আছেন।

ধসে ইসলামপুর ইউনিয়নের মইন্যারটেকে পাঁচজনএবং পাহাড়তলী ঘোনায় আটজনের মৃত্যু হয়। আর রাজানগর ইউনিয়নের জঙ্গল বগাবিলে ভোরে পাহাড় ধসে আটজন মারা যায়।

জঙ্গল বগাবিলে নিহতরা হলেন- নজরুল ইসলাম কালু (৪০) তার স্ত্রী আসমা আক্তার (৩০), তাদের সন্তান মঞ্জুরুল ইসলাম (১২), সাথী আক্তার (৭), মো. ইসমাঈল (৪২) ও তার স্ত্রী মনিরা খাতুন (৩৭) এবং তাদের সন্তান ইশা মনি (৮) ও ইভামনি (৪)।

ইসলামপুরে নিহতরা হলেন- শেফালী বেগম, মো.হোসেন, মো.পারভেজ, রিজিয়া বেগম, মুনমুন আক্তার, হিরু মিয়া, মো. সুজন (২৪), তার স্ত্রী মুন্নী আক্তার, ফালুমা আক্তার, জোৎস্না আক্তার ও মীম আক্তার। এই ইউনিয়নে নিহত অপর দুইজনের পরিচয় পাওয়া যায়নি।