মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১

চট্টগ্রাম কলেজ প্রাক্তন ছাত্রলীগ পরিষদের ইফতার মাহফিল

প্রকাশিতঃ ১২ জুন ২০১৭ | ২:৫০ পূর্বাহ্ন

চট্টগ্রাম : চট্টগ্রাম কলেজ প্রাক্তন ছাত্রলীগ পরিষদের উদ্যোগে রোববার পবিত্র মাহে রমযানের গুরুত্ব শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল পরিষদের সভাপতি বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের কেন্দ্রীয় সহ সভাপতি ডা. শেখ শফিউল আজমের সভাপতিত্বে রেডক্রিসেন্ট কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

পরিষদের অর্থ সম্পাদক মোঃ জসিম উদ্দীন আহমদ চৌধুরীর পরিচালনায় এতে আলোচনায় অংশগ্রহণ করেন পরিষদরে অর্থ সম্পাদক সাবেক ছাত্রনেতা আলহাজ্ব জাফর, পরিষদের সহ সভাপতি প্রাক্তন কাউন্সিলর মোঃ শহীদুল আলম, চট্টগ্রাম দক্ষিণজেলা মহিলা লীগের সাধারণ সম্পাদিকা শামীমা হারুন লুবনা, কক্সবাজার আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক নাজনীন সরোয়ার কাবেরী, পরিষদ নেতা লিয়াকত আলী খান, অধ্যাপক আবু ছগির, নিবেন্দ বিকাশ চৌধুরী, হাসান মনসুর, অলিদ চৌধুরী, জসিম উদ্দিন, নটন কুমার পাল, অচিন্ত্য কুমার দাশ, আসিফ ইকবাল, নারায়ন দাশ প্রমুখ।

ডা. শেখ শফিউল আজম বলেন, রমযান আমাদেরকে আতœশুদ্ধি ও কল্যাণকামী হতে শেখায়। রমযান আমাদের ভ্রাতৃত্বের বন্ধন, মানুষে মানুষে শান্তি প্রতিষ্ঠা আর ধনী গরীবের মধ্যে মেলবন্ধন সৃষ্টিতে ভূমিকা রাখে। রমযান থেকে শিক্ষা নিয়ে মানবকল্যাণে আমাদের সাধ্যানুযায়ী এগিয়ে আসতে হবে। সমাজের হতদরিদ্র মানুষের দুঃখ লাঘবে আমাদের উপর অর্পিত যাকাতের সুষম বণ্টন নিশ্চিত করতে হবে। সামাজিক অনুশাসনের মাধ্যমে সামাজিক কল্যাণ এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় আমাদেরকে কাজ করতে হবে।

বক্তারা চট্টগ্রাম কলেজ প্রাক্তন ছাত্রলীগ নেতৃবৃন্দকে বর্তমানে চট্টগ্রাম কলেজ পড়ুয়া ছাত্র ছাত্রীদের লেখাপড়ায় সহযোগিতা করার উপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে দেশ, জাতি ও মানুষের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন পরিষদ সদস্য কাজী আব্দুল হাই।