সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

পল্লী বিদ্যুৎ কর্মকর্তাকে সতর্ক করেছে পল্লী বিদ্যুতায়ন বোর্ড

প্রকাশিতঃ ১১ জুন ২০১৭ | ৪:৫০ পূর্বাহ্ন

চট্টগ্রাম : নানা অভিযোগের প্রেক্ষিতে এক কর্মকর্তাকে সতর্ক করেছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড। অভিযুক্ত আলমগীর খালেদ চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর পাঁচ নাম্বার এলাকার পরিচালক হিসেবে কর্মরত আছেন।

সংস্থাটির চেয়ারম্যানের অনুমোদনক্রমে গত ২৮ মে এ সংক্রান্ত এক অফিস আদেশে সাক্ষর করেছেন নির্বাহী প্রকৌশলী দহিদুল ইসলাম।

বেশকিছু অভিযোগের প্রসঙ্গ উল্লেখ করে আলমগীর খালেদের প্রতি ওই অফিস আদেশে লেখা হয়েছে- ভবিষ্যতে পল্লী বিদ্যুৎ সমিতির নিয়ম-নীতি পরিপন্থী এ ধরনের কার্যকলাপ থেকে বিরত থাকার জন্য আপনাকে সতর্ক করা হলো।

সতর্কপত্র-তে উল্লেখ করা হয়েছে, নিজস্ব ইলেকট্রিশিয়ানদের মাধ্যমে ‘এক অবস্থান সেবা’ হতে গ্রাহক আবেদনের ফাইলগুলি নিজের আয়ত্বে নিয়ে আসার অভিযোগ রয়েছে আলমগীর খালেদের বিরুদ্ধে। একই সাথে নি¤œমানের ওয়্যারিং মালামাল সরবরাহ করে নির্ধারিত ইলেকট্রিশিয়ানদের মাধ্যমে ওয়ারিং করতে গ্রাহকদের বাধ্য করার অভিযোগ উঠেছে।

অন্য অভিযোগের মধ্যে আছে- অন্য ইলেকট্রিশিয়ানদের নি¤œমানের আর্থিং রড, মিটার বোর্ড ও অন্যান্য ওয়্যারিং মালামাল দেড় হাজার টাকায় কিনতে বাধ্য করার অভিযোগ। কথিপয় ইলেকট্রিশিয়ান ও গ্রাহকদের কাছ থেকে আবেদন প্রতি ১০০ টাকা আদায়ের অভিযোগ। শতভাগ বিদ্যুতায়নের কাজে প্রতিটি আবাসিক গ্রাহকের আবেদনের প্রেক্ষিতে ৫০০ টাকা করে দাবির অভিযোগ।

এসব অভিযোগের প্রেক্ষিতে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ভাবমূর্তি ক্ষন্ন হয়েছে বলে উল্লেখ করা হয় ওই সতর্কবার্তায়।

জানতে চাইলে চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জেনারেল ম্যানেজার এএইচএম মোবারক উল্লাহ একুশে পত্রিকাকে বলেন, সতর্কবার্তা পাঠানোর বিষয়টি আমি শুনেছি। তবে আমার অফিসে এর কপি আসেনি। যার কারণে আমি অফিসিয়ালি তা রিসিভ করিনি। এ বিষয়টি নিয়ে আমরা বিব্রত।