সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

চট্টগ্রামে সাড়ে তিন লাখ ইয়াবা উদ্ধার

প্রকাশিতঃ ৯ জুন ২০১৭ | ১২:১৬ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রামের আনোয়ারা থেকে সাড়ে তিন লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার ভোররাত সাড়ে চারটার দিকে রায়পুরা ইউনিয়নের গহিরা এলাকা ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

চট্টগ্রামের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. রেজাউল মাসুদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সেহেরির পরপরই রায়পুরা ইউনিয়নের আবুল কাসেমের বাড়িতে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ির লোকজন পালিয়ে যায়। একপর্যায়ে বাড়ির খাটের নিচে বস্তাভর্তি অবস্থায় সাড়ে তিন লাখ ইয়াবা পাওয়া যায়।

তিনি বলেন, ইয়াবার বড় চালানটি আসার খবর আমরা আগেই পেয়েছিলাম। সে মোতাবেক আনোয়ারা থানা ও জেলা পুলিশের চারটি টিম অনুসন্ধান চালায়। শেষে নিশ্চিত হয়ে পুলিশ অভিযানে নামে। উদ্ধারকৃত ইয়াবার মূল্য প্রায় ১০ কোটি টাকা।

মো. রেজাউল মাসুদ বলেন, আবুল কাশেম ও তার ছেলে ইয়াবা ব্যবসায় জড়িত। কাশেমের বিরুদ্ধে মাদকের মামলা ছিল। এ চক্রটি মিয়ানমার থেকে আনোয়ারায় ইয়াবা নিয়ে আসে। সেখান থেকে নগরীসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।