চট্টগ্রাম: চট্টগ্রামের হাটহাজারী থেকে অস্ত্রসহ মো. সাঈদ (৩০) নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র্যাব-৭।
বুধবার ভোরে দক্ষিণ মাদর্শা দাতারাম এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-৭ চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. আমিরুল্লা বলেন, সাঈদ এলাকার চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। বুধবার ভোরে অভিযান চালিয়ে একটি শুটারগানসহ সাঈদকে গ্রেফতার করা হয়েছে।