চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানা এলাকা থেকে বিপুল পরিমাণ ভিওআইপি সরঞ্জামসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব-৭। রোববার রাত ৮টার দিকে হিলভিউ হাউজিং সোসাইটির ১ নং রোড়ের ২২ নং বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মোঃ সোহেল চৌধুরী (৩৭) চট্টগ্রামের হাটহাজারীর দক্ষিন বুড়িরচর এলাকার হারুন চৌধুরীর ছেলে।
র্যাব-৭ চট্টগ্রামের সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) মো. আমিরুল্লা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে হিলভিউ হাউজিং সোসাইটির একটি বাড়িতে অভিযান চালিয়ে সোহেলকে গ্রেফতার করা হয়। পরে বাসা তল্লাশী করে বিপুল পরিমান অবৈধ ভিওআইপি সামগ্রী উদ্ধার করে র্যাব।
তিনি বলেন, উদ্ধার যন্ত্রপাতির মধ্যে রয়েছে ১১ টি চ্যানেল গেটওয়ে, দুটি ৩৬ পোর্ট, সাতটি ১৬ পোর্ট, পাঁচটি সিপিইউ, পাঁচটি মনিটর, একটি ল্যাপটপ, চারটি টিপি লিংক রাউটার, চারটি টিপি-লিংক মডেম ও ৬ হাজার ২০৫টি বিভিন্ন কোম্পানির সীমকার্র্ড ইত্যাদি।
র্যাব কর্মকর্তা মো. আমিরুল্লা বলেন, গ্রেফতারকৃত সোহেলকে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে দীর্ঘদিন যাবত অবৈধভাবে ভিওআইপি ব্যবসা করে আসছে। উদ্ধারকৃত ভিওআইপি সামগ্রীর মূল্য প্রায় ২৫ লাখ টাকা। এ ঘটনায় সোমবার পাঁচলাইশ থানায় মামলা হয়েছে।