চট্টগ্রাম: বকেয়া পরিশোধ না করায় চট্টগ্রাম জেনারেল হাসপাতালের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার ৯ ঘন্টা পর ফের বিদ্যুৎ সংযোগ দিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। রোববার বেলা ১১টার দিকে এই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
পিডিবির চট্টগ্রামের সিনিয়র সহকারি পরিচালক (জনসংযোগ) মো. মনিরুজ্জামান বলেন, হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে মোট ৫৩ লাখ টাকা বকেয়া রয়েছে। এরমধ্যে মূল বিল ৩৩ লাখ টাকা আর বিলম্বর ফি ২০ লাখ টাকা।
তিনি আরও বলেন, এ পর্যন্ত বকেয়া পরিশোধ করতে হাসপাতাল কর্তৃপক্ষকে তিনবার সতর্ক করা হয়। এরপরও তারা পরিশোধ করেনি। এ প্রেক্ষিতে পিডিবির ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে।
পিডিবি চট্টগ্রাম অঞ্চলের প্রধান প্রকৌশলী প্রবীর কুমার সেন বলেন, দীর্ঘদিন ধরে জেনারেল হাসপাতালের ৫৩ লাখ টাকা বিল বকেয়া রয়েছে। বার বার তাগাদা দেওয়া সত্ত্বেও কর্তৃপক্ষ বিল পরিশোধ না করায় সকালে সংযোগ বিচ্ছিন্ন করা হয়। জনগুরুত্বপূর্ণ বিষয় হওয়ায় রাত সাড়ে ৮টায় পুনরায় বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়।