চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীতে পৃথক অভিযানে পাঁচ হাজার ৮০০ ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শনিবার গভীর রাতে কোতোয়ালী থানার ফিশারিঘাট, সদরঘাট ও নিউমার্কেট এলাকায় এ অভিযানে চলে।
গ্রেফতারকৃতরা হলেন- আবদুস সালাম (৫০), নুর মোহাম্মদ (৪০) ও শমশের আলী (৩৫)। তাদের সবার বাড়ি কক্সবাজারের উখিয়া উপজেলায়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চট্টগ্রাম মেট্রোর উপপরিচালক শামীম আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত তিনটি পৃথক অভিযানে পাঁচ হাজার ৮০০ ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এসব ঘটনায় কোতোয়ালী থানায় মামলা হয়েছে।