সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

চট্টগ্রামে চারদিন ধরে পানিবন্দি লক্ষাধিক মানুষ

প্রকাশিতঃ ৩ জুন ২০১৭ | ৭:০৬ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রামে বর্ষণ অব্যাহত থাকায় বিভিন্ন নিচু এলাকার লক্ষাধিক মানুষ গত চারদিন ধরে পানিবন্দি রয়েছেন। গত বুধবার থেকে নগরীর আগ্রাবাদ এক্সেস রোড, সিডিএল আবাসিক এলাকা এবং হালিশহর এলাকার লোকজন চরম দুর্ভোগে পড়েছেন।

স্থানীয়রা অভিযোগ করেছেন, মহেশখালে চট্টগ্রাম বন্দরের দেয়া বাঁধের কারণে দ্রুত পানি নিষ্কাশন না হওয়ায় এই অবস্থার সৃষ্টি হয়েছে। চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন মহেশখালের বাঁধ ভেঙে ফেলার কথা জানালেও এখনো এর কাজ শুরু হয়নি।

টানা বৃষ্টিতে গত বুধবার থেকে নগরীর আগ্রাবাদ, হালিশহর, এক্সেস রোড, সিডিএ আবাসিক এলাকার লক্ষাধিক মানুষ চারদিন ধরে পানিবন্দি অবস্থায় রয়েছেন। একই অবস্থা গোসাইলডাঙ্গা, ব্যাপারী পাড়া, শান্তিবাগ, বন্দর কালোনী ও ছোটপুল এলাকায়ও। এ সব এলাকায় কোনো যানবাহনও চলাচল করছে না।

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহসভাপতি খোরশেদ আলম সুজন বলেন, অপরিকল্পিতভাবে নির্মিত মহেশখালে বাঁধের কারণে এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। মহেশখালের বাঁধ উজানের লাখো মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছে।

পতেঙ্গা আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ শেখ ফরিদ আহাম্মদ বলেন, চট্টগ্রাম অঞ্চলের উপর মৌসুমের প্রথম মৌসুমী বায়ু সক্রিয় আছে। তাই আরও দুই থেকে তিনদিন বৃষ্টি হতে পারে। শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত পর্ববর্তী ২৪ ঘন্টায় ২৭ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।