সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

চট্টগ্রামে বিদ্যুৎ অফিসে ভাঙচুর

প্রকাশিতঃ ৩ জুন ২০১৭ | ৬:৩০ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রামের পটিয়া উপজেলার ইন্দ্রপুলে অবস্থিত পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর কার্যালয়ে ভাঙচুর চালিয়েছে স্থানীয়রা। শনিবার সকাল ১১টার দিকে শতাধিক লোক সেখানে গিয়ে কার্যালয়ের কাচসহ বিভিন্ন সামগ্রী ভাঙচুর করেছে।

পল্লী বিদ্যুৎ সমিতি-১ মহাব্যবস্থাপক এইচএম মোবারক উল্লাহ বলেন, মোরার কারণে বিভিন্ন এলাকায় বিদ্যুতের চার ছিঁড়ে যায়। যার কারণে কয়েকদিন কিছু কিছু এলাকায় বিদ্যুৎ ছিল না। তবে শুক্রবার ৯৮ ভাগ এলাকায় বিদ্যুৎ সংযোগ দেয়া গেছে। এরপরও বিদ্যুতের দাবিতে কিছু লোক এসে ভাঙচুর করেছে।

তিনি বলেন, চারটি কম্পিউটার, একটি ল্যাপটপ ও কাচ ভাঙচুর করা হয়েছে। এতে আমাদের দুইকর্মী আহত হয়েছেন। এ ঘটনার পেছনে অন্য কোন কারণ থাকতে পারে। সিসিটিভি ফুটেজ দেখে জড়িতদের বিরুদ্ধে আমরা আইনগত পদক্ষেপ নেব।

পটিয়া থানার ওসি নেয়ামত উল্লাহ বলেন, বিদ্যুৎ না থাকায় ক্ষুব্ধ হয়ে লোকজন হামলা হয়েছিলে বলে প্রাথমিকভাবে জেনেছি। মাত্র ৫ মিনিটের মধ্য এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। কর্তৃপক্ষ মামলা করলে তা নেয়া হবে।