ঢাকা : মোবাইল গ্রাহকের কাঙ্খিত সেবা ‘আনলিমিটেড’ ডেটা প্যাকেজ চালু করা হয়েছে। বৃহসপতিবার (২৮ এপ্রিল) রমনায় বিটিআরসি কার্যালয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার এই সেবা কার্যক্রমের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে মন্ত্রী বলেন, আনলিমিটেড ডেটা প্যাকেজের যুগে প্রবেশ বাংলাদেশের জন্য একটি মাইলফলক। মোবাইল অপারেটরদের উদ্দেশ্যে তিনি বলেন, ব্যবসা দ্রুত জনপ্রিয় করতে জনগণের ক্রয়ক্ষমতা, আর্থসামাজিক অবস্থা বিবেচনা করতে হয়। অপারেটরদের ডাটা প্যাকেজ আরো জনবান্ধব করার উপরও জোড় দেন মন্ত্রী।
আনলিমিটেড ডেটা প্যাকের আওতায় গ্রামীণফোনে ১ হাজার ৯৯ টাকায় ১৫ জিবি ও ৪৪৯ টাকায় ৫ জিবি, রবিতে ৩১৯ টাকায় ১০ জিবি, বাংলালিংকে ৩০৬ টাকায় ৫ জিবি এবং টেলিটকে ৩০৯ টাকায় ২৬ জিবি ও ১২৭ টাকায় ৬ জিবি পাওয়া যাবে। জানা গেছে,প্যাকেজের মেয়াদ আনলিমিটেড বলা হলেও মূলত এর মেয়াদ হবে এক বছর।
বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার, ভাইস চেয়ারম্যান, সুব্রত রায় মৈত্র সহ বিভিন্ন অপারেটরের প্রতিনিধিরা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।