রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

মোরায় চট্টগ্রামে বিধস্ত হয়েছে ২৭৪৫ ঘরবাড়ি

প্রকাশিতঃ ৩১ মে ২০১৭ | ৭:০১ অপরাহ্ন

চট্টগ্রাম: ঘূর্ণিঝড় মোরার প্রভাবে চট্টগ্রামে দুই হাজার ৭৪৫টি ঘর সম্পূর্ণ বিধস্ত হয়েছে। পাশাপাশি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে আরও দুই হাজার ৫৯৬টি ঘর। উপকূলীয় উপজেলা বাঁশখালী, সন্দ্বীপ ও আনোয়ারায় ক্ষয়ক্ষতি হয়েছে বেশী। বুধবার চট্টগ্রামের জেলা প্রশাসন এ তথ্য জানিয়েছে।

চট্টগ্রামের জেলা প্রশাসক জিল্লুর রহমান চৌধুরী বলেন, সন্দ্বীপ, সীতাকুন্ড, বাঁশখালী, আনোয়ারা, কর্ণফুলী ও মীরসরাই এবং হাটহাজারী, রাউজান, বোয়ালখালী, সাতকানিয়া, লোহাগাড়া এই উপজেলাগুলো মিলিয়ে মোট ক্ষতিগ্রস্থ লোকের সংখ্যা ১৪ হাজার ২৫০ জন। মোট ২ হাজার ৫৯৬ টি বাড়িঘর আংশিক বিধ্বস্ত এবং ২ হাজার ৭৪৫টি বাড়ীঘর সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। সমুদ্র উপকূলবর্তী বাঁধ কিংবা নদীরক্ষা বাঁধ ক্ষতিগ্রস্ত হয়নি।