রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

‘চট্টগ্রাম এখন দুঃস্থ শহর’

‘অদম্য এক মনোয়ার হোসেন’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন

প্রকাশিতঃ ১৪ এপ্রিল ২০২২ | ১২:৪৪ পূর্বাহ্ন

চট্টগ্রাম : স্বৈরাচারবিরোধী ছাত্র-গণ-আন্দোলন, চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের ত্যাগী সংগঠক, আন্তর্জাতিক মানবাধিকার সংগঠক ও প্রখ্যাত আইনজীবী ব্যারিস্টার মনোয়ার হোসেনের জীবন ও কর্ম নিয়ে প্রকাশিত ‘অদম্য এক মনোয়ার হোসেন’ শীর্ষক সম্মাননা গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে।

বুধবার (১৩ এপ্রিল) বিকেলে নগরীর রীমা কমিউনিটি সেন্টারে এই গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিল্পী শাহরিয়ার খালেদ সম্পাদিত গ্রন্থটি খড়িমাটি থেকে প্রকাশিত হয়েছে।

একুশে পদকপ্রাপ্ত ভাষাবিজ্ঞানী ও অধ্যাপক ড. মাহবুবুল হকের সভাপতিত্বে ‘অদম্য এক মনোয়ার হোসেন’ শীর্ষক সম্মাননা গ্রন্থের মোড়ক উন্মোচন করেন একুশে পদকপ্রাপ্ত দৈনিক আজাদী সম্পাদক এমএ মালেক।

চট্টগ্রাম নাগরিক ফোরাম আয়োজিত প্রকাশনা অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন বান্দরবান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর এ এফ ইমাম আলী, চট্টগ্রাম চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট মাহবুবুল আলম, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, চট্টগ্রাম আইনজীবী সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা আবু মোহাম্মদ হাশেম, সাধারণ সম্পাদক এএইচএম জিয়া উদ্দিন, উদীচী চট্টগ্রাম জেলার সভাপতি সাংবাদিক জসীম চৌধুরী সবুজ, চসিক’র সাবেক কাউন্সিলর হাসিনা জাফর, সাংবাদিক মানস ঘোষ, কবি ও প্রাবন্ধিক সীমা কুণ্ডু।

আবৃত্তি শিল্পী রাশেদ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক মো. কামাল উদ্দিন। আরো বক্তব্য রাখেন ব্যারিস্টার মনোয়ার হোসেন, শিল্পী শাহরিয়ার খালেদ।

প্রকাশিত গ্রন্থটিতে ১৯৮৭ সাল থেকে আন্দোলন-সংগ্রামের বিভিন্ন স্থানীয় ও জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদ কাটিং ও ছবি যুক্ত করা হয়েছে। যা চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের ইতিহাস হিসেবে সংরক্ষণযোগ্য।

সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. আশরাফুল কামাল ও শিক্ষা উপ-মন্ত্রী ব্যরিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল প্রকাশনা অনুষ্ঠানের সফলতা কামনা করে শুভেচ্ছা বাণী পাঠান।

গ্রন্থের মোড়ক উন্মোচনকালে দৈনিক আজাদী সম্পাদক এমএ মালেক বলেন, চট্টগ্রাম এখন দুঃস্থ অবস্থায় রয়েছে। সমন্বয়হীন অপরিকল্পিত উন্নয়নের কারণে চট্টগ্রামের অবস্থা খুব খারাপ। ব্যারিস্টার মনোয়ার হোসেন চট্টগ্রামের পরিকল্পিত উন্নয়নের জন্য আন্দোলন-সংগ্রাম করেছেন। চট্টগ্রামের এ অবস্থায় মনোয়ার হোসেনের আন্দোলন খুবই প্রাসঙ্গিক।

সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. মাহবুবুল হক বলেন, মনোয়ার হোসেন ছাত্রজীবন থেকেই প্রগতিশীল ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। পরবর্তীতে তিনি চট্টগ্রামের উন্নয়নে, জনদুর্ভোগ, নাগরিক সমস্যা লাঘবে আন্দোলন করেছেন। আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।

প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে ব্যারিস্টার মনোয়ার হোসেন বলেন, আমি মানুষের জন্য কাজ করে গেছি। সকলের ভালোবাসা, সহযোগিতার কারণে নাগরিক আন্দোলন সফলতা পেয়েছে। চট্টগ্রামকে বিশ্বের উন্নত শহর হিসেবে প্রতিষ্ঠিত করতে, জলাবদ্ধতামুক্ত আধুনিক শহর গড়ে তুলতে আন্দোলন চালিয়ে যাবো। প্রতিটি সেক্টরে স্ব স্ব অবস্থান থেকে সোচ্চার হতে হবে। নাগরিক আন্দোলনকে এগিয়ে নিতে হবে।