সোমবার, ২০ জানুয়ারি ২০২৫, ৭ মাঘ ১৪৩১

চট্টগ্রামে ফুটপাতের দোকান তুলে দেবে পুলিশ -পুলিশ কমিশনার

| প্রকাশিতঃ ৩০ মে ২০১৬ | ৪:৩৩ অপরাহ্ন

ctgচট্টগ্রাম: রমজানে যানজট নিরসনে ও ঈদের কেনাকাটার সুবিধার্থে মার্কেটের সামনের এবং রাস্তার ওপর বসা ফুটপাতের দোকানগুলো পুলিশ তুলে দেবে বলে জানিয়েছেন চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার মোঃ ইকবাল বাহার।

সোমবার বেলা ১২টায় চট্টগ্রামের ব্যবসায়ী নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা জানান। রমজান মাসে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের বিষয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

পুলিশ কমিশনার বলেন, রমজান মাসে যান চলাচল স্বাভাবিক রাখতে মার্কেটের সামনে ফুটপাতে দোকান থাকতে পারবে না। কারণ এতে ক্রেতাদের মার্কেটে ঢুকতে বিপত্তির মধ্যে পড়তে হবে, সৃষ্টি হবে যানজট। আমি ফুটপাতের ব্যবসায়ীদের পেটে লাথি মারতে চাই না। কিন্তু ৫০ কিংবা ১০০ জন মানুষের উপকার করতে গিয়ে আমি ৫০ হাজার মানুষের ক্ষতি করতে পারি না। এ নিয়ে মানবিকতার কোন প্রশ্ন থাকতে পারে না।

ব্যবসায়ী নেতাদের অনুরোধ করে তিনি বলেন, ফুটপাত তুলে নেওয়ার ফলে যেসব ব্যবসায়ী বেকার হয়ে পড়বেন, তাদেরকে রমজান মাসকালীন মার্কেটগুলোতে যে অতিরিক্ত লোক নিয়োগ দেওয়া হবে সেই সব পদে যেনো আপনারা নিয়োগ দেন। ফলে ওই ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্থ হবেন না। এছাড়া যানজট নিরসনে প্রতিটি মার্কেটে আলাদা পার্কিং এর ব্যবস্থা করার আহ্বান জানাচ্ছি।

ইকবাল বাহার বলেন, রমজানে সবকটি বড় মার্কেটে পুলিশি প্রহরা থাকবে। মহিলা ছিনতাইকারীর অপতৎপরতা প্রতিরোধে মহিলা পুলিশ মোতায়েন থাকবে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে ব্যবসায়ী নেতৃবৃন্দকে প্রতিটি মার্কেটে সিসি ক্যামেরা স্থাপন ও প্রতিটি মার্কেট কর্তৃপক্ষকে স্ব স্ব নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে।

চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ কমিশনার দেবদাস ভট্টাচার্য, মাসুদ উল হাসান, উপকমিশনার পরিতোষ ঘোষসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা এবং চট্টগ্রামের ব্যবসায়ী নেতারা।