সোমবার, ২০ জানুয়ারি ২০২৫, ৭ মাঘ ১৪৩১

চট্টগ্রামে টমটমের ধাক্কায় শিশু নিহত

| প্রকাশিতঃ ৩০ মে ২০১৬ | ৩:৩২ অপরাহ্ন

ctgচট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় টমটম গাড়ির ধাক্কায় মোঃ মমিন নামের পাঁচ বছর বয়সী এক শিশু নিহত হয়েছেন।

সোমবার বেলা দুইটার দিকে খেজুরতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মমিন ওই এলাকার স্থানীয় সূর্য মিয়ার ছেলে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক মোঃ হামিদ জানান, রাস্তা পার হওয়ার সময় শিশুটিকে ধাক্কা দেয় টমটম। বেলা ৩টার দিকে শিশুটিকে হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পতেঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) হাছান রেজা জানান, নিহত শিশুর মা একটি তৈরি পোশাক কারখানায় চাকরি করেন। এ ঘটনায় টমটমটি আটক করা হয়েছে।