রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

দায়িত্ব নিলেন হাটহাজারীর নতুন ইউএনও আক্তার উননেছা শিউলী

প্রকাশিতঃ ১৭ মে ২০১৭ | ১০:০৭ অপরাহ্ন

মোঃ আলাউদ্দীন, হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি : ‌‌দায়িত্ব নিলেন হাটহাজারীর নতুন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আক্তার উননেছা শিউলী। বুধবার সকালে তিনি আনুষ্ঠানিক দায়িত্বভার গ্রহণ করেন। তিনি ইউএনও আফসানা বিলকিসের স্থলাভিষিক্ত হলেন।

নবাগত ইউএনও আক্তার উননেছা শিউলী কিশোরগঞ্জ জেলার কটিয়াদি উপজেলার দিয়াকূল গ্রামে ১৯৭৯ সালে জন্মগ্রহণ করেন। কিশোরগঞ্জ শোলাকিয়া সরকারি প্রাথমিক বিদ্যলয় থেকে প্রাথমিক শিক্ষা শেষে কিশোরগঞ্জ এসভি গভর্নমেন্ট গার্লস হাই স্কুল থেকে ১৯৯৪ সালে এসএসসি পাস করে একই জেলার গুরু দয়াল কলেজের একাদশ শ্রেণিতে ভর্তি হন। আনন্দমোহন কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করে ২৭ তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে প্রশাসনিক ক্যাডারে নিয়োগ পান তিনি।

হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার পদে যোগদানের আগে তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার ইউএনও হিসেবে দায়িত্ব পালন করেন।