সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

টেকনাফে ১ লাখ ৪০ হাজার ইয়াবা উদ্ধার

প্রকাশিতঃ ১৫ মে ২০১৭ | ৮:১৮ অপরাহ্ন

কক্সবাজার প্রতিনিধি : টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের আলীখালী থেকে ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ।

সোমবার দুপুর একটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে টেকনাফ থানার ওসি মাঈন উদ্দিন খান জানান, একটি মরিচ ক্ষেত থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় অজ্ঞাত কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।