রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নে নতুন নেতৃত্ব

প্রকাশিতঃ ১৩ মে ২০১৭ | ১১:১৬ অপরাহ্ন

শংকর চৌধুরী, খাগড়াছড়ি : খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) দ্বি-বার্ষিক সম্মেলন শেষ হয়েছে। শুক্রবার রাতে খাগড়াছড়ি শহরের আদালত সড়কস্থ সংগঠনের নিজস্ব কার্যালয়ে দ্বি-বার্ষিক সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়।

কেইউজে’র সভাপতি নুরুল আজমের সভাপতিত্বে অনুষ্ঠিত দ্বি-বার্ষিক সভায় সংগঠনের বিগত দিনের কার্যক্রম, সংগঠনের আয়-ব্যয়, বাৎসরিক মূল্যয়নসহ জেলায় কর্মরত সাংবাদিক পেশাগত মান মর্যাদা রক্ষা ও অধিকার আদায়ের বিষয়ে আলোচনা হয়।

সভায় অন্যান্যের মধ্যে চ্যানেল ২৪ ও দৈনিক সমকাল’র খাগড়াছড়ি জেলা প্রতিনিধি প্রদীপ চৌধুরী, দৈনিক আমাদের সময়’র জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম, ৭১ টিভি’র জেলা প্রতিনিধি রূপায়ন তালুকদার, দেশ টিভি’র জেলা প্রতিনিধি মংসাপ্রু মার্মা, দৈনিক প্রতিদিনের সংবাদ ও ফোকাস বাংলা’র জেলা প্রতিনিধি শংকর চৌধুরী, দৈনিক সংবাদ প্রতিদিন’র জেলা প্রতিনিধি লিটন ভট্টাচার্য্য রানা, দৈনিক তৃতীয় মাত্রা’র জেলা প্রতিনিধি বিপ্লব তালুকদার, সিএইচটি লাইভ অনলাইন টিভি’র জেলা প্রতিনিধি আল মামুন ও দৈনিক আলোকিত বাংলাদেশ’র খাগড়াছড়ি জেলা প্রতিনিধি নুরুচ্ছাফা মানিক উপস্থিত ছিলেন।

দ্বিতীয় অধিবেশনে বাংলাদেশ শ্রম অধিদপ্তরের নিয়মানুসারে এবং সংগঠনের গঠনতন্ত্র মোতাবেক দু’বছর মেয়াদী কার্যকরি পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। সংগঠনের সদস্যদের প্রত্যক্ষ ভোটে এসএ টিভি ও বিডিনিউজ২৪.কম’র খাগড়াছড়ি প্রতিনিধি নুরুল আজম সভাপতি এবং মাছরাঙা টেলিভিশনের জেলা প্রতিনিধি কানন আচার্য সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

নির্বাচিত কার্যকরি পরিষদের অন্যরা হলেন দ্যা ডেইলী স্টার’র জেলা প্রতিনিধি সৈকত দেওয়ান সহ-সভাপতি, দৈনিক যায়যায়দিন’র জেলা প্রতিনিধি রিপন সরকার সহ সাধারণ সম্পাদক এবং ডেইলি অবজারভার’র খাগড়াছড়ি প্রতিনিধি ও খাগড়াছড়ি প্রতিদিন ডটকম’র নির্বাহী সম্পাদক দুলাল হোসেন অর্থ সম্পাদক নির্বাচিত হন।