সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

বিশ্বের বিভিন্ন দেশে ফেসবুক অচল

প্রকাশিতঃ ৯ মে ২০১৭ | ৯:২১ পূর্বাহ্ন

পৃথিবীর বিভিন্ন স্থানে একই সময়ে মঙ্গলবার ফেসবুক ব্যবহারকারীরা অ্যাকাউন্টে প্রবেশ করতে পারেননি। এছাড়া মেসেঞ্জারের মাধ্যমেও যোগাযোগ করতে পারেননি। এর ফলে মঙ্গলবার সকালে পৃথিবীর বিভিন্ন স্থানে প্রায় অচল হয়ে পড়েছিল ফেসবুক।

বাংলাদেশেও অনেক ব্যবহারকারী সকালে ফেসবুকে প্রবেশ করতে গিয়ে সমস্যায় পড়েন বলে অভিযোগ পাওয়া গেছে।

প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চের প্রতিবেদনে বলা হয়, এশিয়া, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের নাগরিকরা সকালে তাদের ফেসবুক অ্যাকাউন্টে প্রবেশ করতে গিয়ে সমস্যায় পড়েন। নর্থ আমেরিকায় এই সমস্যা এখন বাড়ছে।

টেকক্রাঞ্চ বিস্তারিত তথ্যের জন্য ইতোমধ্যে ফেসবুককে ই-মেইল করেছে কিন্তু ফেসবুক কর্তৃপক্ষ এখনো কোনো জবাব দেয়নি।