চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার লাভলেইন মোড় এলাকায় ছিনতাইয়ের শিকার হয়েছেন এক কলেজ শিক্ষক। রোববার সকাল সাড়ে ৭টার দিকে ওই শিক্ষকের মাথায় পিস্তল ঠেকিয়ে তার মানিব্যাগ ও মোবাইল ছিনিয়ে নেওয়া হয়।
ছিনতাইয়ের শিকার হুমায়ন কবির সরকারি সিটি কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক।
ঘটনার বর্ননা দিয়ে হুমায়ন কবির বলেন, সিআরবি এলাকার বাসা থেকে বের হয়ে রিকশা নিয়ে লাভলেইন মোড়ে পৌঁছলে দুইজন ছিনতাইকারী পথ আটকায়। এসময় তারা রিকসার সামনের চাকা ধরে রিকসাটি উল্টিয়ে দিলে আমি রিকসা থেকে ছিটকে পড়ি। এরমধ্যে একজন মাথায় পিস্তল তাক করে ধরে সবকিছু বের করে দিতে বলে। আমি স্যামসাং এস-৩ একটি মোবাইল সেট ও মানিব্যাগ বের করে দিই। ঘটনার পরপরই একটি সিএনজিচালিত অটোরিকশা এসে থামলে ছিনতাইকারীরা তাতে উঠে চলে যায়।