রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫, ৬ মাঘ ১৪৩১

পটিয়ায় আ.লীগ প্রার্থীর গাড়ী থেকে অস্ত্র-গুলি উদ্ধার

| প্রকাশিতঃ ২৮ মে ২০১৬ | ৮:০৯ অপরাহ্ন

ctgচট্টগ্রাম: চট্টগ্রামের পটিয়ায় হাবিলাস দ্বীপ ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী ফৌজুল কবির কুমারের গাড়ী থেকে ২টি এলজি ও ৬ রাউন্ড গুলি এবং ১৩টি ইষ্টিলের বার উদ্ধার করেছে পুলিশ।

শনিবার সকাল সাড়ে ৯টার দিকে এসব অস্ত্র-গুলি উদ্ধার করা হয়।

পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হাশেম জানান, সকাল সাড়ে ৯টায় হাবিলাস দ্বীপ ইউনিয়নের হুলাইন ছালেহ নূর ডিগ্রী কলেজ কেন্দ্রের পিছনে রাস্তার পাশে নৌকা প্রতীকের প্রার্থী ফৌজুল কবির কুমারের মাইক্রোবাস থেকে ৬ রাউন্ড গুলিসহ ২টি এলজি ও ১৩টি ইস্টিলের বার উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একটি মাইক্রো বাসটি (চট্ট-মেট্রো-চ-১১-৩৩৪৫) জব্দ করা হলেও কাউকে আটক করা যায়নি।