চট্টগ্রাম: চট্টগ্রামের কর্ণফুলী থানার বড়উঠান ইউনিয়নে নির্বাচনী সহিংসতায় আহত আরো একজনের মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যা ৭০ টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত মোঃ হোসেন কর্ণফুলী থানার বড়উঠান ইউনিয়নের পশ্চিম শাহমীরপুর এলাকার মোঃ শফির ছেলে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই পঙ্কজ বড়–য়া জানান, বড়উঠান ইউনিয়নে পশ্চিম শাহমীরপুর এলাকায় নির্বাচনী সহিংসতায় ছুরিকাহত আহত হন হোসেন। এরপর তাকে দুপুরে হাসপাতালে আনা হয়। এরপর চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭টার দিকে তিনি মারা যান।
প্রসঙ্গত এর আগে শনিবার দুপুরে নির্বাচনী সংঘর্ষে বড়উঠান ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী মোঃ ইয়াসিন (৩৫) ধারালো অস্ত্রের আঘাতে নিহত হন।