চট্টগ্রাম: নির্বাচনে প্রভাব বিস্তারের অভিযোগে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু আহমদ জুনুকে আটক করা হয়েছে। চন্দনাইশের বরমা এলাকার একটি ভোট কেন্দ্র থেকে শনিবার দুপুরে তাকে আটক করেন চট্টগ্রামের জেলা প্রশাসক।
স্থানীয় সূত্র জানায়, দুপুর ২টার দিকে চন্দনাইশের বরমা ইউনিয়নের চর শেবন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফাঁকা গুলি চালিয়ে ভোটকেন্দ্রের আশপাশে আতঙ্ক সৃষ্টির চেষ্টা চালান আওয়ামী লীগ নেতা আবু আহমদ জুনু। এসময় ভোট কেন্দ্র পরিদর্শনে যাওয়া চট্টগ্রামের জেলা প্রশাসক তাকে আটক করে পুলিশের হেফাজতে দেন।
চন্দনাইশ থানার ওসি শেখ মো. নেয়ামত উল্লাহ বলেন, আওয়ামী লীগ নেতা আবু আহমদ জুনুকে আটক করে আমাদের কাছে সোপর্দ করেছেন ডিসি স্যার। আপাতত তাকে হেফাজতে রাখা হয়েছে। পরবর্তীতে ডিসি স্যার সিদ্ধান্ত জানাবেন।