রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫, ৬ মাঘ ১৪৩১

ব্যালটসহ আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী আটক

| প্রকাশিতঃ ২৮ মে ২০১৬ | ৩:২৯ অপরাহ্ন

arrest Handcuffsচট্টগ্রাম: পটিয়া উপজেলার কর্ণফুলী থানার চরপাথরঘাটা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী সাবের আহমেদকে তার মাইক্রোবাসে থাকা ব্যালট পেপারসহ আটক করেছে বিজিবি। শনিবার দুপুরে ইউনিয়নের ইছানগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের পাশ থেকে তাকে আটক করা হয়।

সাবের আহমেদ আওয়ামী লীগের মনোনয়নে এই ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। দুপুরে আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থীদের সমর্থকদের সংঘর্ষের পর সাবেরকে আটক করা হয়।

পটিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল হাশেম বলেন, সাবের আহমেদকে বিজিবি আটক করেছে। তার মাইক্রোবাসে কিছু ব্যালট পেপার পাওয়া গেছে। বিজিবি আটকের পর তাকে ম্যাজিস্ট্রেটের কাছে সোপর্দ করেছে। এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট নির্বাচনী আইনে ব্যবস্থা নেবেন। ইছানগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।