রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫, ৬ মাঘ ১৪৩১

ছুরিকাঘাতে ইউপি সদস্য প্রার্থী নিহত

| প্রকাশিতঃ ২৮ মে ২০১৬ | ৩:১৪ অপরাহ্ন

murderচট্টগ্রাম: কর্ণফুলী থানা এলাকার একটি ইউনিয়নে ভোট চলার মধ্যে ছুরিকাঘাতে মো. ইয়াছিন (৪০) নামে এক সদস্য প্রার্থী নিহত হয়েছেন।

শনিবার ভোটগ্রহণের মধ্যে বড় উঠান ইউনিয়নের শাহ মিরপুর এলাকায় সংঘর্ষে ওই প্রার্থী নিহত হন।

নিহত মো. ইয়াছিন ওই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য পদে প্রার্থী ছিলেন।

চট্টগ্রাম নগর পুলিশের উপ-কমিশনার (বন্দর) হারুনুর রশিদ হাজারী জানান, বেলা সোয়া ১টার দিকে শাহ মিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে ওই সংঘর্ষ বাঁধে। ভোট কেন্দ্র থেকে দূরে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। প্রতিপক্ষের ছুরিকাঘাতে ইয়াছিন নিহত হন। ইয়াছিনের লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে রয়েছে।