রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫, ৬ মাঘ ১৪৩১

বন্ড সুবিধায় আনা পণ্যবোঝাই দুটি কাভার্ড ভ্যান আটক

| প্রকাশিতঃ ২৭ মে ২০১৬ | ৭:০৩ অপরাহ্ন

ctgচট্টগ্রাম: চট্টগ্রাম নগরী থেকে প্লাস্টিকের দানা ও গার্মেন্টস পণ্য ভর্তি দুটি কাভার্ড ভ্যান আটক করেছে শুল্ক গোয়েন্দা অধিদপ্তর। শুক্রবার ভোররাতে আকবার শাহ থানার সিটি গেইট এলাকা থেকে ভ্যান দুটি আটক করা হয়েছে।

পণ্য পরিবহনের জন্য বৈধ কাগজপত্র ছিল না। এতে মালামালগুলো কোন কোন প্রতিষ্ঠানের তা জানা যায়নি।

শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের সহকারী পরিচালক উত্তম বিশ্বাস জানান, শুল্ক ফাঁকি দিয়ে বন্ড সুবিধার অপব্যবহার করে স্থানীয় বাজারে বিক্রির উদ্দেশ্যে পণ্যগুলো পরিবহন করা হয়েছে। ভ্যানগুলোর একটি খাতুনগঞ্জ থেকে তৈরি গার্মেন্টস পণ্য এবং অন্যটি বহদ্দারহাট থেকে প্লাস্টিকের দানা নিয়ে ঢাকার দিকে যাচ্ছিল। বিষয়টি তদÍ করে দেখা হচ্ছে।