রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

রাষ্ট্রপতির আত্মীয়, কি আসে যায়?

প্রকাশিতঃ ১০ এপ্রিল ২০১৭ | ১১:১৫ অপরাহ্ন

চট্টগ্রাম: মৎস্য অবতরণ কেন্দ্র নির্মাণে মাছ ব্যবসায়ীদের কাছ থেকে মেয়র আ জ ম নাছির, মৎস্য পরিদর্শক মাসুদ নিজাম ও মৎস্য ব্যবসায়ী বাবুল সরকার ‘টাকা’ নিয়েছেন বলে অভিযোগ করেছেন এবিএম মহিউদ্দিন চৌধুরী।

তিনি বলেন, ‘ওয়াকফ সম্পত্তি দখল করেছেন। কিছু আপনি (নাছির) নিয়েছেন। কিছু বাবুল সরকার (সোনালী যান্ত্রিক মৎস্য শিল্প সমবায় সমিতি লি: সাধারন সম্পাদক) নিয়েছেন।’

‘আর মৎস্য পরিদর্শক মাসুদ নিজাম.. আর ওগ্গা বড় ডাহাইত (একটা বড় ডাকাত)। এসেছে চট্টগ্রামের মানুষের সম্পত্তি কেড়ে খাওয়ার জন্য? আপনাকে যাতে আমি দেখতে না পাই। পাইলে তার মাথায় আঘাত করবেন। উনি পরিচয় দেন, রাষ্ট্রপতির আত্মীয়, কি আসে যায়? রাষ্ট্রপতিকে আমরা সম্মান করি, রাষ্ট্রপতি সম্মানিত ব্যক্তি। তার নাম দিয়ে, আত্মীয় পরিচয় দিয়ে অন্যায় করবেন… রাষ্ট্রপতি তো এটা মেনে নেবেন না। আমরাও মেনে নিতে পারি না। আপনি সংশোধন হয়ে যান।’

বর্ধিত হারে হোল্ডিং ট্যাক্স (গৃহকর) আদায়ের সিদ্ধান্ত বাতিল এবং মৎস্যজীবীদের অধিকার আদায়ে সোনালী যান্ত্রিক মৎস্যজীবী সমবায় সমিতির ব্যানারে আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন মহিউদ্দিন চৌধুরী।

সমাবেশে নগর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা লীগ, ১৪ দল, শ্রমিক লীগের নেতারা বক্তব্য রাখেন।

### উনি পাগল, পাগলের সব কথা শুনতে নেই : আ জ ম নাছির (ভিডিওসহ)
### অন্যায়কারীদের জন্য প্রস্তুত মহিউদ্দিনের ৫০০০ লাঠি
### বিজয় মেলার পক্ষে নন নাছির, অভিযোগ মহিউদ্দিনের
### রাষ্ট্রপতির আত্মীয়, কি আসে যায়?
### চট্টগ্রাম চেম্বারে যারা অাছেন, সুদখোর : মহিউদ্দিন
### হাসতে হাসতে মানুষ খুন করেন নাছির, অভিযোগ মহিউদ্দিনের (ভিডিওসহ)
### কোনো চক্রান্তই সফল হবে না : নাছির