চট্টগ্রাম: চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছিরের আচরণ অশোভন বলে মন্তব্য করছেন সভাপতি ও সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী।
সোমবার নগরীর লালদীঘি মাঠে পূর্বঘোষিত এবিএম মহিউদ্দিন চৌধুরীর ‘গরম কথা’র সমাবেশকে কেন্দ্র করে বিরোধে জড়িয়ে পড়েন চট্টগ্রাম আওয়ামী লীগের দুই শীর্ষ নেতা। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশ হয়; ফের দুই নেতার দ্ধন্দ্বে জড়িয়ে পড়ার প্রসঙ্গটি।
এ প্রসঙ্গটি নজরে পড়েছে এ বি এম মহিউদ্দিন চৌধুরীর। সোমবার লালদিঘীর সমাবেশে তিনি বলেন, ‘আজকে পেপারে লিখেছে, দ্ধন্দ্ব। কিসের দ্ধন্দ্ব? ভুল করলে আমার দায়িত্ব কর্তব্য ভুল সংশোধন করার জন্য। আপনি আমাদের নেতা। নেতা যদি ভুল করে বলতে হবে। নেতার ভুলের জন্য আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। নেতার একটা স্ট্যাটাস আছে। রংপুরের মেয়রকে প্রতিমন্ত্রীর স্ট্যাটাস দিয়েছে। আপনাকে দেয়নি। কারণ আপনার আচরণ অশোভন।’
বর্ধিত হারে হোল্ডিং ট্যাক্স (গৃহকর) আদায়ের সিদ্ধান্ত বাতিল এবং মৎস্যজীবীদের অধিকার আদায়ে সোনালী যান্ত্রিক মৎস্যজীবী সমবায় সমিতির ব্যানারে আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন মহিউদ্দিন চৌধুরী।
সমাবেশে নগর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা লীগ, ১৪ দল, শ্রমিক লীগের নেতারা বক্তব্য রাখেন।
### উনি পাগল, পাগলের সব কথা শুনতে নেই : আ জ ম নাছির (ভিডিওসহ)
### অন্যায়কারীদের জন্য প্রস্তুত মহিউদ্দিনের ৫০০০ লাঠি
### বিজয় মেলার পক্ষে নন নাছির, অভিযোগ মহিউদ্দিনের
### রাষ্ট্রপতির আত্মীয়, কি আসে যায়?
### চট্টগ্রাম চেম্বারে যারা অাছেন, সুদখোর : মহিউদ্দিন
### হাসতে হাসতে মানুষ খুন করেন নাছির, অভিযোগ মহিউদ্দিনের (ভিডিওসহ)
### কোনো চক্রান্তই সফল হবে না : নাছির