রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫, ৬ মাঘ ১৪৩১

ছয়দফা নিয়ে বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের বিশেষ অনুষ্ঠান সোমবার রাত ৯টায় 

| প্রকাশিতঃ ৭ জুন ২০২১ | ১২:৩৯ পূর্বাহ্ন

চট্টগ্রাম : ‘বাঙালির মুক্তি সনদ ৬ দফা’ শীর্ষক বিশেষ অনুষ্ঠান বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্র থেকে প্রচারিত হবে সোমবার (৭ জুন) রাত ৯টায়। এতে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামকে কেন্দ্র করে স্বাধিকার ও স্বায়ত্তশাসন আন্দোলনের দীর্ঘ পরিক্রমা তুলে ধরা হয়েছে।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি ও পেশাজীবী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক রিয়াজ হায়দার চৌধুরীর গ্রন্থনা ও উপস্থাপনায় বিশেষ অনুষ্ঠানটির আলোচনায় অংশ নিয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সমাজবিজ্ঞানী ও বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য প্রফেসর ড. অনুপম সেন , চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহতাব উদ্দিন চৌধুরী ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি, জেলা পরিষদ চেয়ারম্যান এমএ সালাম ।

অনুষ্ঠানটির প্রযোজনা করেছেন শেখ শওকত ইকবাল। ‌

একুশে/প্রেসবিজ্ঞপ্তি