চট্টগ্রাম: ব্যাংক থেকে অর্থ লোপাটকারীদের রেহাই নেই- বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ। তিনি বলেন, ব্যাংক থেকে জনগণের আমানত নিয়ে যাচ্ছে, সম্পদ লুট করেছে কতিপয় লোক। তাদের ছাড়া যাবে না, সে যে-ই হোক। ছাড়বো না, এ নিশ্চয়তা দিচ্ছি। ব্যাংক থেকে অর্থ লোপাটকারীদের রেহাই নেই।
বৃহস্পতিবার বেলা ১২টায় চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলন কক্ষে দুর্নীতি প্রতিরোধ কমিটির পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি দুদক চেয়ারম্যান এসব কথা বলেন। ২০১৫ সালের কাজের স্বীকৃতি হিসেবে চট্টগ্রাম বিভাগের মহানগর, জেলা ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটিকে পুরস্কার দেওয়া হয়।
ইকবাল মাহমুদ বলেন, আমাদের ৭ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি ১০ শতাংশ হতো যদি দুর্নীতি কমাতে পারতাম। এটি এডিপি, বিশ্বব্যাংক, সাহায্যকারী সংস্থাগুলো বলে থাকে। তাই জনগণকে নিয়ে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ করতে চাই। জনগণের আমানত যারা খেয়ানত করে, তাদের বিরুদ্ধে আমাদের যুদ্ধ। অর্থ লোপাটকারীদের মুখোশ উন্মোচন করতে চাই।
দেশে শিক্ষার মান কমেছে জানিয়ে তিনি বলেন, জুলাই থেকে শিক্ষা, স্বাস্থ্য ও ব্যাংকের প্রাতিষ্ঠানিক দুর্নীতি বন্ধে ক্রাশ প্রোগ্রাম শুরু হচ্ছে। দেশে শিক্ষার মান কমেছে। বিসিএস পরীক্ষায় যোগ্য লোক পাওয়া যায় না। গ্রেস দিয়ে পাস করাতে হয়। এ লজ্জা রাখার জায়গা নেই। শিক্ষার মান বাড়াতে এ খাতের দুর্নীতি বন্ধ করতে হবে।
চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন দুদক চট্টগ্রামের পরিচালক আবদুল আজিজ ভুঁইয়া।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- দুদকের মহাপরিচালক মোঃ শামসুল আরেফিন, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোঃ রুহুল আমীন, চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার মোঃ ইকবাল বাহার ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের ডিন মোহাম্মদ আবুল হোসাইন।