সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

করোনা সচেতনতা নিয়ে গুগলের নতুন ডুডল

প্রকাশিতঃ ১ মে ২০২১ | ৩:১৫ অপরাহ্ন

একুশে ডেস্ক: করোনাভাইরাসের টিকা গ্রহণে অনুপ্রাণিত করতে হোমপেজে বিশেষ ডুডল তৈরি করেছে জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল। গুগলের নতুন এ ডুডলে ট্যাগ লাইনে লেখা হয়েছে, ‘গেট ভ্যাকসিনেটেড, ওয়ার এ মাস্ক, সেভ লাইভস, ’ অর্থাৎ ‘টিকা নিন, মাস্ক পরুন, জীবন বাঁচান’।

ডুডলটিতে আঙুল রাখলে বার্তাটি ভেসে উঠছে। এছাড়াও ডুডলটিতে ক্লিক করলে করোনাভাইরাসের সবশেষ আপডেট এবং টিকা গ্রহণ সম্পর্কিত বিভিন্ন লিংক দেখাচ্ছে গুগল।

বাংলাদেশ থেকে ডুডলটিতে ক্লিক করলে সবার ওপরে বাংলাদেশ সরকারের করোনা বিষয়ক পোর্টাল www.corona.gov.bd এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইট দেখা যাচ্ছে। একই সঙ্গে বাংলাদেশে ২৯ এপ্রিল তারিখ পর্যন্ত টিকা বিষয়ক বিভিন্ন আপডেটও দেখানো হচ্ছে।

করোনাকালে সুস্থ থাকতে মাস্ক পরাটা অনেকটাই বাধ্যতামূলক অভ্যাস করে ফেলেছে অনেকেই। আর যারা এখনো অভ্যাস গড়ে তুলতে পারেনি তাদেরকে মাস্ক পরিধানে উদ্বুদ্ধ করার লক্ষ্যে ডুডলে মাস্ক নিয়েও সচেতনতামূলক ছবি প্রকাশ করা হয়েছে।