সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

জামালগঞ্জে জাতীয় গণহত্যা দিবসে আলোকপ্রজ্জ্বলন

প্রকাশিতঃ ২৫ মার্চ ২০১৭ | ৯:৫৪ অপরাহ্ন

জামালগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি : জামালগঞ্জে জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে আলোকপ্রজ্জলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় ৬:৩০ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোকপ্রজ্জলন অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধান করেন উপজেলা নির্বাহী অফিসার প্রসূন কুমার চক্রবর্তী ও তাঁর পত্নী নিবেদিতা রায় চৌধুরী।

এ উপলক্ষে আলোচনায় অংশগ্রহণ করেন জামাল ডিগ্রি কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান চৌধুরী, জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবুল হাসেম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার অ্যাডভোকেট আসাদ উল্লাহ সরকার। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হাফিজা আক্তার দিপু, আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ আলী, কাজী আশরাফুজ্জামান, জামালগঞ্জ প্রেসক্লাব সভাপতি আব্দুল আহাদ, অনিমেষ দাস, সাংবাদিক অঞ্জন পুরকায়স্থসহ জামালগঞ্জ সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, প্রাথমিক-মাধ্যমিক স্কুলের শিক্ষক-শিক্ষার্থী, মহিলা ক্লাবের সদস্যবৃন্দ।

আলোচকরা বলেন, ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হায়েনার দল ২৫ মার্চ কালোরাত্রিতে নির্বিচারে এদেশের নিরীহ মানুষের উপর গণহত্যা চালিয়েছিল। এটি ছিল বিশ্বের পঞ্চম বৃহত্তম গণহত্যা। তাই এই দিনটিকে জাতীয় ও আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে পালনের উদ্যোগ প্রশংসনীয়।