ঢাকা: দেশের সাতটি জেলার নয়টি পৌরসভার সাতটিতেই মেয়র পদে জয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা। অন্য যে দুজন মেয়র পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন, তারাও আওয়ামী লীগেরই নেতা। দলের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন তারা।
বুধবার পৌর নির্বাচনের তৃতীয় ধাপে এই পৌরসভাগুলোতে একযোগে ভোটগ্রহণ হয়।
রাতে ফল ঘোষণার দেখা যায়, ভোটের হিসাবে কোনোটিতেই প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারেননি ধানের শীষ প্রতীকের প্রার্থীরা। তবে বিএনপি অভিযোগ করেছে, ভোট জালিয়াতি ও কেন্দ্র দখল অবাধে হয়েছে এবং নির্বাচন কমিশন তা ঠেকাতে কোনো পদক্ষেপ নেয়নি।
ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসভায় মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী এমরান উদ্দিন জুয়েল। নৌকা প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ১৮ হাজার ৪৮৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মো. ইলিয়াস ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১৩৪৩ ভোট।
নরসিংদীর ঘোড়াশালে আওয়ামী লীগ প্রার্থী শরীফুল হক শরিফও বিজয়ী হয়েছেন বিশাল ব্যবধানে। তার ৩৮ হাজার ৭৯২ ভোটের বিপরীতে বিএনপির প্রার্থী জাহাঙ্গীর হোসেন পেয়েছেন ১ হাজার ভোট।
নরসিংদীর রায়পুরায় নৌকাকে ডুবিয়েছেন আওয়ামী লীগেরই নেতা জামাল মোল্লা। তিনি ৮ হাজার ৯৫১ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির আবদুল কুদ্দুছ পেয়েছেন ৪ হাজার ৫৫৬ ভোট।
খাগড়াছড়ির রামগড় পৌরসভায় পুনরায় নির্বাচিত হয়েছেন বর্তমান মেয়র মো. শাহজাহান কাজী রিপন। আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোবাইল প্রতীক নিয়ে ৫ হাজার ২৪২ ভোট পেয়েছেন রিপন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিশ্ব ত্রিপুরা নৌকা প্রতীকে পেয়েছেন ৪ হাজার ২৯৩ ভোট।
ফেনীর ছাগলনাইয়ায় মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ মোস্তফা। তার ভোট সংখ্যা ১৭ হাজার ৫৭৪ ভোট। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মোহাম্মদ আলমগীর পেয়েছেন ৭৬৪ ভোট। তিনি ভোট শুরুর দেড় ঘণ্টার মাথায় নির্বাচন বর্জনের ঘোষণা দেন।
নোয়াখালী পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত সহিদ উল্যাহ খান সোহেল ২৮ হাজার ৪৩২ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান মেয়র হারুনুর রশিদ আজাদ পেয়েছেন ৫ হাজার ৯৯৮ ভোট।
নোয়াখালীর সেনবাগেও মেয়র পদে জয়ী হয়েছেন নৌকার প্রার্থী আবু জাফর টিপু। এখানে শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলেন আওয়ামী লীগেরই বিদ্রোহী প্রার্থী আবু নাছের দুলাল। ফল ঘোষণার পর দেখা যায় ৩ হাজার ৮৯০ ভোট পেয়েছেন টিপু, দুলালের ভোট ৩ হাজার ৮৬টি।
আবু তাহের এবার তৃতীয় বারের মেতা লক্ষ্মীপুর পৌরসভার মেয়র নির্বাচিত হয়েছেন। নৌকা প্রতীকে তাহেরের ভোট সংখ্যা যেখানে ৩৩ হাজার ৩৫০টি, সেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী রেজাউল করিম লিটনের জামানত বাজেয়াপ্ত হয়েছে। তার ভোট ১ হাজার ৮৬৮টি।
কক্সবাজারের টেকনাফ পৌরসভায় মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের মো. ইসলাম। তিনি ৯ হাজার ৬০৮ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ফারুক বাবুল নারকেল গাছ প্রতীকে পেয়েছেন ৪০৮ ভোট।