রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫, ৬ মাঘ ১৪৩১

চট্টগ্রামে পোশাক কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার

| প্রকাশিতঃ ২৩ মে ২০১৬ | ৮:০৪ অপরাহ্ন

ctgচট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানার ফইল্যাতলী এলাকায় নিজ বাসা থেকে এক পোশাক কর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

স্বপ্না বেগম (২৪) নামের ওই নারী নগরীর সাগরিকা এলাকায় অ্যারো জিনস লিমিটেড নামে একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন। তার স্বামী মোঃ স্বপন ফইল্যাতলী এলাকায় দর্জির দোকানে কাজ করেন। তাদের গ্রামের বাড়ি লালমনিরহাট জেলায়।

স্থানীয়দের বরাত দিয়ে পাহাড়তলী থানার ওসি রণজিৎ কুমার বড়–য়া জানান, সংসারের অভাব-অনটন নিয়ে সোমবার দুপুরে স্বামীর সাথে স্বপ্না বেগমের ঝগড়া হয়। আয়-রোজগার কমে যাওয়ায় স্বপন ইদানিং সংসারে টাকাপয়সা তেমন দিতে পারছিল না। এ নিয়েই ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে স্বপন কত টাকা বেতন পায় সেটার প্রমাণ দিতে দোকান মালিককে ডেকে আনতে যায়। বিকেল সাড়ে ৪ টার দিকে ফিরে এসে সে দেখতে পায়, বাসায় ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে স্বপ্না ঝুলে আছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।