রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫, ৬ মাঘ ১৪৩১

লোহাগাড়ায় জমির বিরোধের জেরে পিটিয়ে হত্যার অভিযোগ

| প্রকাশিতঃ ২৩ মে ২০১৬ | ১১:৩৫ পূর্বাহ্ন

ctgচট্টগ্রাম: চট্টগ্রামের লোহাগাড়ায় জমি নিয়ে বিরোধের জের ধরে রফিক আহমদ (৫৮) নামে এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

রোববার দিবাগত রাত আড়াইটার দিকে আমিরাবাদ ইউনিয়নের মুন্সীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রফিক আহমদ লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের মৃত হাজী বাচা মিয়া মুন্সির ছেলে।

নিহতের স্ত্রীর বড় ভাই খোরশেদ আলম অভিযোগ করে বলেন, মুন্সীপাড়া এলাকায় প্রতিবেশী ফরিদ আলমের পরিবারের সঙ্গে রফিকের জমি নিয়ে বিরোধ ছিল। গতরাতে স্থানীয় মসজিদ থেকে শবে বরাতের নামাজ পড়ে বাড়ি ফেরার সময় রফিকের উপর হামলার ঘটনা ঘটে। তাকে বেধড়ক মারধর এবং অন্ডকোষ চেপে ধরে রাখা হয়। ফরিদ আলমের নেতৃত্বে কয়েকজন লোক ওই হামলায় অংশ নেয়। আহত রফিককে তাৎক্ষণিকভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লোহাগাড়া থানার ওসি মোঃ শাহজাহান বলেন, জায়গা-জমি নিয়ে পূর্বশত্রুতার জের ধরে মারধরের কারণে অসুস্থ হয়ে রফিক মারা গেছেন বলে শুনেছি। মৃতদেহ উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।