রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫, ৬ মাঘ ১৪৩১

সচল শাহ আমানত বিমানবন্দর ও চট্টগ্রাম বন্দর

| প্রকাশিতঃ ২২ মে ২০১৬ | ১:৩৫ অপরাহ্ন

ctgচট্টগ্রাম: ঘূর্ণিঝড় ‘রোয়ানু’র প্রভাবে বন্ধ থাকার পর চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম রোববার সকাল ছয়টা থেকে শুরু হয়েছে। একই সাথে ২৪ ঘণ্টা সব ধরনের অপারেশনাল কার্যক্রম বন্ধ থাকার পর রোববার সকাল থেকে সচল হয়েছে চট্টগ্রাম বন্দর।

বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমাণ্ডার রিয়াজুল কবির বলেন, বিরূপ আবহাওয়ার কারণে শনিবার সকাল সাড়ে ১০টা থেকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সকল ধরনের উড়োজাহাজ ওঠানামা বন্ধ ছিলো। রোববার সকাল ছয়টা শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের সব অপারেশনাল কার্যক্রম আবার শুরু হয়েছে। এরই মধ্যে সকাল ৮টা ১১ মিনিটে ঢাকা থেকে আসা ইউএস বাংলার একটি উড়োজাহাজ শাহ আমানতে অবতরণ করেছে।

চট্টগ্রাম বন্দরের সদস্য (প্রশাসন) মো.জাফর আলম জানান, ঘূর্ণিঝড় মোকাবেলায় যেসব যন্ত্র খুলে ফেলা হয়েছিল সেগুলো রোববার সকালে লাগানো হয়। জাহাজ থেকে পণ্য ওঠানো-নামানোর জন্য জেটি এখন প্রস্তুত। পণ্য খালাসের জন্য ১২টি জাহাজ জেটিতে ভিড়তে জোয়ারের অপেক্ষা করছে। জাহাজগুলো জেটিতে ভিড়লেই কাজ শুরু হবে। এছাড়া রোববার রাতের জোয়ারে আরও তিনটি জাহাজ জেটিতে ভেড়ার কথা রয়েছে।