রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

পাকিস্তানে আল-কায়েদার নেতাসহ ৮ জঙ্গি নিহত

প্রকাশিতঃ ২১ মে ২০১৬ | ১২:৩৭ অপরাহ্ন

al qaedaপাকিস্তান: পাকিস্তানে আল-কায়েদার আট জঙ্গি নিহত হয়েছেন। এদের মধ্যে রয়েছেন জঙ্গি নেতা তৈয়ব নওয়াজ ওরফে হাফিজ আবদুল মতিন।

বৃহস্পতিবার রাতে মুলতান শহরের নদীর তীরে এক গোপন আস্তানায় চালানো অভিযানে আল-কায়েদার এই নেতার সঙ্গে আরো সাতজন সহযোগীও নিহত হয়েছেন।

পুলিশ বলছে, এই জঙ্গি-বিদ্রোহীরা শহরটির একটি খ্যাতিসম্পন্ন বিশ্ববিদ্যালয়ে হামলা চালানোর ব্যাপারে বৈঠক করছিলেন।

জঙ্গিদের লাশগুলো মুলতানের নিশতার হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। সেখানেই মতিনকে শনাক্ত করা হয়।

এদিকে এ ঘটনার পর মুলতানের পুলিশ সতর্কতা ঘোষণা করে জানিয়েছে, আল-কায়েদা পাঞ্জাবের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে হামলা চালাতে পারে।