চট্টগ্রাম: ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাবে বৃষ্টিপাতের মধ্যে চট্টগ্রামের সীতাকুণ্ডের ছলিমপুরে পাহাড় ধসে দুজন নিহত হয়েছে। শনিবার ভোরে জঙ্গল ছলিমপুরে কালাপানিয়া লোকমানের ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- স্থানীয় মোহাম্মদ রফিকের স্ত্রী কাজল বেগম (৪৮) ও তার ছেলে বেলাল হোসেন বাবু (১০)।
চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর মামুনুর রশিদ জানান, ঝড়ের কারণে গাছ ভেঙে পড়লে ঘরের খুঁটি ভেঙে যায়। এতে ঘরের মধ্যেই চাপা পড়ে দুজনের মৃত্যু হয়।