রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫, ৬ মাঘ ১৪৩১

চট্টগ্রামে খোলা হয়েছে ৪৭৯ আশ্রয় কেন্দ্র

| প্রকাশিতঃ ২০ মে ২০১৬ | ৭:৫৬ অপরাহ্ন

ctgচট্টগ্রাম: ঘূর্ণিঝড় রোয়ানু’র মোকাবেলায় চট্টগ্রামে ৪৭৯টি আশ্রয় কেন্দ্র খোলা রাখা হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরী সভায় এ তথ্য জানান তিনি।

সভায় উপস্থিত থাকা জেলা প্রশাসকের স্টাফ অফিসার ও সহকারি কমিশনার তাহমিলুর রহমান মুক্ত জানান, ক্ষয়ক্ষতি কমাতে ৪৭৯টি আশ্রয় কেন্দ্র খোলা রাখা হয়েছে। একই সাথে ঘূর্ণিঝড় পরবর্তী বৃষ্টিপাতের কারণে পাহাড় ধস ঠেকাতে মানুষকে সরে যাওয়ার জন্য ইতোমধ্যে মাইকিং শুরু করা হয়েছে। জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে খোলা কন্ট্রোলরুম সার্বক্ষনিক তৎপর রয়েছে।

সভায় অংশ নিয়ে নিজেদের প্রস্তুতির কথা জানান ফায়ার সার্ভিস, আনসার ভিডিপি, রেড ক্রিসেন্ট, সড়ক ও জনপথ বিভাগ, বিদ্যুৎ, পরিবেশ অধিদপ্তর, মৎস্য অধিদপ্তরসহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।