রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫, ৬ মাঘ ১৪৩১

চাল রফতানির বাজার খুঁজছে বাংলাদেশ -বাণিজ্য মন্ত্রী

| প্রকাশিতঃ ২০ মে ২০১৬ | ৪:৩৭ অপরাহ্ন

tofailচট্টগ্রাম: চাল রফতানির জন্যে বাজার খোঁজা হচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

শুক্রবার দুপুরে নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটশন মিলনায়তনে লায়ন ‘জেলা ৩১৫-বি৪’ ১৯ তম বার্ষিক সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

বাণিজ্য মন্ত্রী বলেন, বাংলাদেশে যখন সাড়ে সাত কোটি মানুষ ছিল, তখন খাদ্যের অভাব ছিল। এখন ১৬ কোটি মানুষ, এরপরও আমাদের খাদ্য উদ্বৃত্ত রয়েছে। আমরা এখন চাল রফতানির জন্য বাজার খুঁজছি। প্রতিদিনই ৫ থেকে ১০ হাজার টন সুগন্ধী চাল রফতানির অনুমতি দিচ্ছি আমরা। এবার আমরা সাধারণ চালও রফতানির সিদ্ধান্ত নিয়েছি।

তিনি বলেন, ১৯৭২ সালে দেশের বাজেট ছিল ৭৮৭ কোটি টাকা। গত বছর সে বাজেট ছিল ২ লাখ ৯৫ হাজার ১০০ কোটি টাকা। এবারের বাজেট হবে ৩ লাখ ৪০ হাজার কোটি টাকা। যে বাংলাদেশে রফতানি ছিল মাত্র ৩০০ মিলিয়ন ডলার, সে বাংলাদেশে এখন ৩৫ বিলিয়ন ডলারের পণ্য রফতানি হয়।’

তোফায়েল আহমেদ বলেন, ‘অর্থনৈতিক উন্নয়নের পূর্বশর্ত রাজনৈতিক স্থিতিশীলতা। ২০১৩, ২০১৪ সালে রাজনৈতিক স্থিতিশীলতা না থাকায় ব্যবসা-বাণিজ্যের ক্ষতি হয়েছে। এখন বাংলাদেশ হবে গরিব রাষ্ট্রগুলোর মডেল। বাংলাদেশের বিস্ময়কর উত্থান হচ্ছে ।

লায়ন ‘জেলা ৩১৫-বি৪’র জেলা গভর্ণর মোস্তাক হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, সাবেক ইন্টারন্যাশনাল ডিরেক্টর লায়ন শেখ কবির হোসেন, মাল্টিপল কাউন্সিল চেয়ারপারসন ইঞ্জিনিয়ার এমএ আউয়াল, ডিরেক্টর এনড্রোসি কাজী আকরাম উদ্দিন আহমদ, সদ্য প্রাক্তন জেলা গভর্নর সিরাজুল হক আনসারী প্রমুখ।