আমি মালাউন তারা আমাকে হিন্দু বলেনা
আমি মালাউন তারা আমাকে বড়ুয়া বলেনা
আমি মালাউন তারা আমাকে খ্রিষ্টান বলেনা
আমি সংখ্যালঘু তারা আমাকে বাংলাদেশি বলেনা।
এতটুকু বঞ্চনা নয়, তারা আমাকে ভালবাসেনা।
এতটুকু দু:খ নয়, তারা আমাকে বন্ধু ভাবেনা।
ক্ষিপ্ত আমি, পরাজিত আমি, বঞ্চিত আমি।
কিন্তু চিৎকার করে বলতে পারিনা।
শেষ এখানে? না আরও বাকি আছে!
দেখব, শুনব, অনুভব করব, কিন্তু আর বলবনা!
দেশ আমারও, মাতৃভূমি আমারও
শুধু আমরা মানুষ গুলোকে ভালবাসিনা।
লেখক: সাধারণ সম্পাদক
বাংলাদেশ ছাত্রলীগ, পোর্ট সিটি ইন্টারন্যশনাল ইউনিভার্সিটি।