রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫, ৬ মাঘ ১৪৩১

চট্টগ্রামে ট্রাকের ধাক্কায় শিক্ষকের মৃত্যু

| প্রকাশিতঃ ১৯ মে ২০১৬ | ১:২৮ অপরাহ্ন

ctgচট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানা এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে তৌহিদ আহমেদ বাপ্পী (৩১) নামে এক শিক্ষক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে পাহাড়তলীর ডিটি রোডের ঈদগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত তৌহিদ আহমেদ বাপ্পী (৩১) পাহাড়তলী এলাকার সেন্ট জেভিয়ার্স হাই স্কুলের শিক্ষক। তিনি বোয়ালখালী উপজেলার কানুনগোপাড়া গ্রামের রফিক আহমেদের ছেলে।

পাহাড়তলী থানার ওসি রণজিৎ বড়–য়া জানান, মোটরসাইকেলে করে যাওয়ার সময় একটি ট্রাক ওই শিক্ষককে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান তিনি। একপর্যায়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। ময়নাতদন্তের জন্য তার লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।