সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

তথ্যপ্রযুক্তি আইনে ক্রিকেটার আরাফাত সানি গ্রেফতার

প্রকাশিতঃ ২২ জানুয়ারী ২০১৭ | ১১:২৫ পূর্বাহ্ন

তথ্য প্রযুক্তি আইনে গ্রেফতার হয়েছেন বাংলাদেশ দলের ক্রিকেটার আরাফাত সানি।

সানির বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগের পাওয়ার পরে শনিবার (২১ জানুয়ারি) রাতে সাভার থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন।

থানা সূত্র জানিয়েছে, ‘আরাফাত সানির নামে তথ্য প্রযুক্তি আইনে এক তরুণীর মামলার পরিপ্রেক্ষিতে মোহাম্মদপুর থানা পুলিশ রাতে তাকে সাভারের আমিনবাজার থেকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।