রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫, ৬ মাঘ ১৪৩১

চট্টগ্রামের তিন কিশোরী বান্দরবানে উদ্ধার

| প্রকাশিতঃ ১৯ মে ২০১৬ | ১০:২৬ পূর্বাহ্ন

Bandarban mapবান্দরবান: চট্টগ্রাম থেকে নিখোঁজের তিনদিন পর বান্দরবান থেকে ৩ কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে উদ্ধার করা হয়।

তিন কিশোরী দুইদিন কক্সবাজারে বেড়িয়ে বান্দরবানে বেড়াতে আসে। এরা তিনজন বান্ধবী এবং ষষ্ঠ শ্রেণির ছাত্রী।

বান্দরবানের পুলিশ সুপার মিজানুর রহমান জানান, গত ১৬ মে তিন কিশোরী চট্টগ্রামে তাদের নিজ বাসা থেকে মোট ৬২ হাজার টাকা নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর ইপিজেড থানায় জিডি করেন তাদের বাবা-মা। পরে পুলিশ বান্দরবানের কয়েকটি স্থানে অভিযান চালিয়ে স্থানীয় বখাটের কবল থেকে তাদেরকে উদ্ধার করে। ওই কিশোরীদের তাদের অভিবাবকদের কাছে তুলে দেয়া হয়েছে।