সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

প্যারিস থেকে উড়ে যাওয়া মিশরের বিমান রাডার থেকে অদৃশ্য

প্রকাশিতঃ ১৯ মে ২০১৬ | ৯:৫৯ পূর্বাহ্ন

biman-bangladeshফ্রান্স: প্যারিসের চার্লস দ্যা গোলে বিমানবন্দর থেকে ৫৯ জন যাত্রী ও ১০ জন ক্রু নিয়ে ছেড়ে যাওয়া মিশর এয়ারলাইনসের একটি বিমান রাডার থেকে অদৃশ্য হয়ে গেছে।

বুধবার প্যারিস সময় রাত ১১ টা ৯ মিনিটে যাত্রা করে এমএস ৮০৪ বিমানটি ভূমধ্যসাগরীয় অঞ্চল ধরে প্রায় ৩৭ হাজার ফুট উপর দিয়ে চলছিল।

মিশর এয়ারলাইনসের একজন কর্মকর্তা জানান, প্যারিস ও কায়রোর মাঝামাঝিতে কায়রো সময় রাত ২ টা ৪৫ মিনিটে এটি রাডার থেকে সম্পূর্ণ অদৃশ্য হয়ে যায়। বিমানটি ছিনতাইয়ের শিকার হয়েছে নাকি কোথাও বিধ্বস্ত হয়েছে তা জানতে চেষ্টা চালিয় যাচ্ছে সংশ্লিষ্টরা।