সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

বাকলিয়ার ভোট টানতে আ.লীগ-বিএনপির আইসোলেশন সেন্টার!

প্রকাশিতঃ ২৭ জুন ২০২০ | ১২:৪৩ পূর্বাহ্ন

ইমরান এমি : চট্টগ্রাম নগরের বাকলিয়ায় ভোটার সংখ্যা প্রায় দেড় লাখ। এখানে নিম্ন আয়ের লোকজনের বসবাস বেশি। সিটি নির্বাচন এলে বাকলিয়া এলাকার ভোটই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। বাকলিয়াবাসীর ভোট জয়-পরাজয়ে বড় ভূমিকা রাখে বলে হিসাব থেকে ওই এলাকার ভোটারদের মন জয়ের চেষ্টা থাকে মেয়র প্রার্থীদের।

এরই অংশ হিসেবে চলতি জুনের মাঝামাঝিতে বাকলিয়ার ফুলকলি ফ্যাক্টরি সংলগ্ন কুইন্স কমিউনিটি সেন্টারে ১০০ শয্যার আইসোলেশন সেন্টার গড়ে তোলার উদ্যোগ নেন বিএনপির মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন।

এরপর বাকলিয়ার রাজাখালী এলাকার একটি কমিউনিটি সেন্টারে ৭০ শয্যার আইসোলেশন সেন্টার করার ঘোষণা দেন সিটি নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী এম. রেজাউল করিম চৌধুরী।

দুই থেকে আড়াই কিলোমিটারের ব্যবধানে বাকলিয়া এলাকায় এম রেজাউল করিম চৌধুরী ও ডা. শাহাদাত হোসেনের আইসোলেশন সেন্টার করার বিষয়টিকে ‘ভোটের রাজনীতি’ হিসেবে দেখছেন এ এলাকার বাসিন্দারা।

আলোচনা আছে, বাকলিয়ার ভোটারদের মধ্যে ‘রাজনৈতিক সচেতনতা’ কম। যার কারণে সেখানে ভোট ‘বেচাকেনার’ কাজও হয়। এমন অবস্থায় ‘ছলে বলে কৌশলে’ বাকলিয়ার ভোট যে প্রার্থী বেশি নিতে পারেন, তিনিই সুবিধাজনক অবস্থানে থাকেন।

এদিকে নগরীর রাজাখালী এলাকার একটি কমিউনিটি সেন্টারে আওয়ামী লীগের মেয়র প্রার্থী এম রেজাউল করিম চৌধুরীর উদ্যোগে ৭০ শয্যার এ আইসোলেশন সেন্টারে চিকিৎসক থাকবেন ৮ জন। নার্স থাকবেন ২০ জন। এর বাইরে টেকনিশিয়ান, ওয়ার্ড বয়, আয়া, ক্লিনার, নিরাপত্তাকর্মী থাকবেন।

১৮ নং ওয়ার্ড কাউন্সিলর হারুন উর রশিদ ও ৬ নং পূর্ব ষোলশহর ওয়ার্ড কাউন্সিলর এম আশরাফুল আলমের সহযোগিতায় গড়ে তোলা হচ্ছে এ আইসোলেশন সেন্টার।

একুশে পত্রিকার সাথে আলাপকালে আওয়ামী লীগের মেয়র প্রার্থী এম রেজাউল করিম চৌধুরী বলেন, ৭০ শয্যার এ আইসোলেশন সেন্টার শনিবার (২৭ জুন) উদ্বোধন করা হবে। এখানে কোভিড সংক্রমিত রোগীদের পাশাপাশি নন কোভিড রোগীদের সেবা দেওয়া হবে। জনগণের দূর্দশার কথা চিন্তা করে এটা গড়ে তোলা হচ্ছে।

অপরদিকে বাকলিয়া ফুলকলি সংলগ্ন কুইন্স কমিউনিটি সেন্টারে ১০০ শয্যার আইসোলেশন সেন্টার গড়ে তোলার উদ্যোগ নিয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন। ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের সহযোগিতায় এই আইসোলেশন সেন্টার তৈরির কাজ চলছে।

ডা. শাহাদাত হোসেন বলেন, দেশ বাঁচাতে, মানুষ বাঁচাতে রাজনীতির ঊর্ধ্বে উঠে সবাইকে মানবতার সেবায় এগিয়ে আসতে হবে। করোনা রোগীদের পাশে দাঁড়াতে আমরা ১০০ শয্যার আইসোলেশন সেন্টার তৈরি করছি। চিকিৎসা সেবার উপযোগী করে এই আইসোলেশন সেন্টার শিগগিরই খুলে দেয়া হবে।