বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১

ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চন্দ্রঘোনায় আলোচনা সভা

প্রকাশিতঃ ৬ জানুয়ারী ২০১৭ | ১০:৫৫ অপরাহ্ন

চট্টগ্রাম: ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনটির রাঙ্গুনিয়ার ১১নং চন্দ্রঘোনা ইউনিয়ন শাখার উদ্যেগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার লিচুবাগান সিএনজি ষ্টেশনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

চন্দ্রঘোনা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ আলমগীরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিকের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু তৈয়ব। প্রধান বক্তা ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শিমুল গুপ্ত।

বিশেষ অতিথি ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবু তাহের, আওয়ামী লীগ নেতা আব্দুস ছালাম, হারুন সওদাগর, যুবলীগ নেতা ফোরকান।

উপস্থিত ছিলেন- চন্দ্রঘোনা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বাবলু, যুবলীগ নেতা এনাম, দেলোয়ার, মনছুর, আব্বাস, হাবীব, স্বেচ্ছাসেবকলীগ নেতা সুমন, বাহাদুর, উত্তর জেলা ছাত্রলীগ নেতা মবিনুল হক, মোস্তফা জলীল ভুট্টো, রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রলীগ নেতা রাসেল, রাসু, সোহেল, গিয়াস, তাহের, মফিজ, শহীদ। চন্দ্রঘোনা ইউনিয়ন ছাত্রলীগ নেতা মোক্তার, মোকারম, জয়, শাহিন, মিজান, ছাদ্দাম, সাকিব, আরিফ, মঞ্জু, তারেক, মামুন, ছোটন, নাহিদ প্রমুখ।