নিজস্ব প্রতিবেদক : যুবলীগকর্মী মহিউদ্দিনকে কুপিয়ে খুনের ঘটনায় সাবু (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২৬ মার্চ) রাতে নগরীর সল্টগোলা ক্রসিংয়ের মেহের আফজাল উচ্চ বিদ্যালয় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
তিনি আওয়ামী লীগ নেতা হাজী ইকবালের অনুসারী বলে জানিয়েছে স্থানীয় সুত্র।
বন্দর থানার ওসি মো. ময়নুল ইসলাম বলেন, ‘যুবলীগ কর্মী খুনের ঘটনায় অভিযান চালিয়ে সাবু নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’
সোমবার বিকেল তিনটার দিকে বন্দর থানা মেহের আফজাল উচ্চ বিদ্যালয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।
মহিউদ্দিন দক্ষিণ-মধ্যম হালিশহরের মৃত আবু ইব্রাহিমের ছেলে। তিনি মহানগরীর ৩৮ নম্বর দক্ষিণ-মধ্যম হালিশহর ওয়ার্ড যুবলীগের সদস্য।
একুশে/এএ